ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে বাস বংশাই নদীতে পড়ে আহত ৩০ 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
মধুপুরে বাস বংশাই নদীতে পড়ে আহত ৩০  গোলাবাড়ী ব্রিজ থেকে বংশাই নদীতে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। ছবি: বাংলানিউজ

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী এলাকায় একটি বাস বংশাই নদীতে পড়ে ৩০ জন আহত হয়েছেন। তবে এ দুর্ঘটনায় কেউ নিহত হননি। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বিনিময় সার্ভিসের একটি বাস ধনবাড়ী থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিলো।

পথে গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের কাছেই মোড় ঘুরতে গিয়ে বাসটি অন্তত ৩০ ফুট গভীর বংশাই নদীতে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা ৩০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত ১০ শিক্ষার্থী রয়েছে। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একদল কর্মী ও স্থানীয় জনগণ আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, এ দুর্ঘটনায় এখনো কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
 

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।