ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
চকরিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার: চকরিয়া উপজেলায় মালবোঝাই একটি মিনিট্রাকের চাপায় মো. সোহল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. সাইফুজ্জামান (৩০) নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা সাড় ১১টার দিকে উপজেলার চিরিঙ্গা-বদরখালী সড়ক রামপুর এলাকায় দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল কুতুবদিয়া উপজলার বড়ঘোপ ইউনিয়নের আরব সিকদার পাড়ার বশির আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগ ওই দুই বন্ধু চকরিয়ার দিকে যাচ্ছিলো। এ সময় চিরিঙ্গা-বদরখালী সড়কের রামপুর এলাকায় বিপরীতমুখি মালবাঝাই একটি মিনিট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই মারা যান সোহল।

স্থানীয়রা আহত সাইফুজ্জামানকে উদ্ধার করে চকরিয়া উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন।  

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন বাংলানিউজকে বলেন, নিহত সোহলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানা তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
টিটি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।