ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুবিতে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
কুবিতে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা আলোচনা সভা

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের ষড়যন্ত্র প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আবু তাহের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. আব্দুল কাদের, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ আইনুল হক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনএম. রবিউল আউয়াল চৌধুরী।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী ওমর সিদ্দিকী।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ৩য় বারের মত ক্ষমতায় আনতে বঙ্গবন্ধু পরিষদের করণীয় বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।