ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে মাদকসহ যুবদল কর্মী আটক 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
ঈশ্বরদীতে মাদকসহ যুবদল কর্মী আটক 

ঈশ্বরদী, পাবনা: পাবনার ঈশ্বরদী পৌরসভা যুবদল কর্মী সাব্বির মাহমুদ সাইদুলকে (৩০) মাদকসহ আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে ঈশ্বরদী শহরের পিয়ারাখালী জামতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাব্বির শহরের কাচারীপাড়ার মৃত খরম আলীর ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পিয়ারাখালী জামতলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় তিন গ্রাম হেরোইনসহ সাব্বিরকে আটক করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিকেলেই তাকে আদালতের মাধ্যামে পাবনা জেলা কারাগারে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।