ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘খাদ্যশস্যের সংকট কাটিয়ে উঠেছি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
‘খাদ্যশস্যের সংকট কাটিয়ে উঠেছি’

সংসদ ভবন থেকে: বর্তমানে খাদ্যশস্যের সংকট নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, খাদ্যশস্যের সংকট কাটিয়ে উঠেছি। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো সংগ্রহ হয়েছে, হচ্ছে।
 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নান ও জাসদ দলীয় সংসদ সদস্য নাজমুল হক প্রধানের পৃথক দুই সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
 
খাদ্যমন্ত্রী বলেন, এবার বোরো মৌসুমের শুরুতে হাওরে পাহাড়ি ঢল ও বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়।

ফলে এবার খাদ্য গুদামে মজুদ তলানিতে নেমে এসেছিলো। তবে এ মুহূর্তে আমরা সংকট কাটিয়ে উঠেছি। আগে আমাদের মজুদের লক্ষ্যমাত্রা ছিলো ১২ লাখ মেট্রিক টন। এখন যেহেতু লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাই লক্ষ্যমাত্রা কমপক্ষে ১৫ লাখ মেট্রিক টন হওয়া উচিত। শিগগিরই আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো।
 
এবার বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে এরইমধ্যে বেশি সংগ্রহ করা সম্ভব হয়েছে। চলতি জানুয়ারি মাসের ২৮ তারিখ পর্যন্ত বোরো সংগ্রহ লক্ষ্যমাত্রা ছিলো। যে হারে বোরো সংগ্রহ হচ্ছে তাতে আমরা আরো একমাস সংগ্রহের জন্য বাড়িয়ে দিতে পারি। কেননা আমাদের লক্ষ্যমাত্রা ছিলো ৩ লাখ মেট্রিক টন। সেখানে এরইমধ্যে ৫ লাখ মেট্রিক টনের চুক্তি হয়ে  গেছে। তাছাড়া এরইমধ্যে পৌনে চার লাখ মেট্রিন টন চাল আমাদের ঘরে চলে এসেছে। কাজেই এবার আশা করছি ৬ লাখ মেট্রিক টন সংগ্রহ করতে পারবো।
 
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।