ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সেবক হয়ে মালিক সাজার চেষ্টা করবেন না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
সেবক হয়ে মালিক সাজার চেষ্টা করবেন না দুদক কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ

কিশোরগঞ্জ: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, জনগণের সাংবিধানিক অধিকার সমুন্নত রাখা এবং দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতি দমনে কাজ করছে দুদক।

তিনি বলেন, জনগণ হচ্ছে দেশের মালিক। আর সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হচ্ছেন জনগণের সেবক।

কেউ সেবক হয়ে মালিক সাজার চেষ্টা করবেন না। আয়ের বহির্ভূত সম্পদ বা কোনো প্রকার দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সরকারি কর্মকর্তা বা রাজনীতিক-যত শক্তিশালীই হোক, আমরা কাউকেই ছাড় দেব না। এসময় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সকলকে শরীক হওয়ার আহবান জানান তিনি।  

মঙ্গলবার (৩০ জানুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কিশোরগঞ্জ সদর উপজেলার পাঁচটি বিভাগের কার্যকলাপ সম্পর্কে দিনভর ফলোআপ গণশুনানি শেষে প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার এসব কথা বলেন।

গণশুনানি পরিচালনা করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন- দুদকের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মো. মনিরুজ্জামান, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রমুখ।

উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন- দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক আব্দুল গণি।

এরআগে সকালে দুদক কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদের নেতৃত্বে শহরে একটি দুর্নীতিবিরোধী র‌্যালি বের করা হয়।

গণশুনানি শেষ করে সন্ধ্যায় দুদক কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ হোসেনপুর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় যোগ দেন।

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো.সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়াসহ সরকারি কর্মকর্তা ও আমন্ত্রিত ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।