ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হামলার নির্দেশদাতা হিসেবে গয়েশ্বরকে আটক করা হয়েছে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
হামলার নির্দেশদাতা হিসেবে গয়েশ্বরকে আটক করা হয়েছে 

ঢাকা: প্রিজন ভ্যানে আটকদের ছিনতাইয়ের ঘটনায় নির্দেশদাতা হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে বাংলানিউজকে তিনি একথা জানিয়েছেন।  

ডিএমপি কমিশনার বলেন, প্রিজন ভ্যানে হামলা চালিয়ে আটকদের ছিনতাইয়ের ঘটনার নির্দেশদাতা হিসেবে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করা হয়েছে।

 

নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বুধবার (৩১ জানুয়ারি) আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।  
** হামলাকারীরা আগের সরকারে বড় পদে ছিলেন: পুলিশ

এর আগে রাত পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশানের পুলিশ প্লাজার সামনে থেকে গয়েশ্বর রায়কে আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল।  

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
পিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।