ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বিলাইছড়িতে আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
বিলাইছড়িতে আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকে কুপিয়ে জখম

রাঙামাটি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ক্ষমতাসীন  আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের তিনকোনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিলাইছড়ি সদরের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃগেল কান্তি তঞ্চাঙ্গ্যা (৫০), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল তঞ্চাঙ্গ্যা (কার্বারী) (৩৬) এবং উপজেলা সদর স্বেচ্ছাসেবক লীগের  ৯নং ওয়ার্ডের সদস্য জব্বার তঞ্চাঙ্গ্যা (৬০)।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, একদল সশস্ত্র সন্ত্রাসী সন্ধ্যায় উপজেলা সদরের তিনকোনিয়ার মালুইন্ন্যা গ্রামে রাস্তায় অবস্থানরত এই তিন নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা বিষয়টি টের পেলে আহতদের ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দীন বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এইচএল/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।