ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ ৪ তরুণী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৮
বরিশালে ইয়াবাসহ ৪ তরুণী আটক

বরিশাল: বরিশাল নগরীর হাসপাতাল রোড সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ ৪ তরুণীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে ওই এলাকার মায়া কানন নামে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে একজন স্কুলছাত্রী।

বাকি তিনজন স্থানীয় বাসিন্দা।  

বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার তরুণীকে আটক করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
এমএস/এইচএল/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।