ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৮
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ: ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

এসময় মাঝপদ্মায় নোঙরে থাকা দু’টি রো রো, দু’টি কে-টাইপ এবং একটি ডাম্প ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে চলতে শুরু করেছে।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক মো. খালেদ নেওয়াজ বাংলানিউজকে জানান, তিন ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে ও মাঝপদ্মায় নোঙরে থাকা পাঁচটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে চলাচল শুরু করেছে।

কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চালকরা মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে না পারার ফলে ফেরি চলাচল বন্ধ রাখে।

এ কারণে বর্তমানে ঘাট এলাকায় তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।