ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

আতঙ্কে ফাঁকা রাজধানী ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
আতঙ্কে ফাঁকা রাজধানী ঢাকা ফাঁকা রাজধানী -ছবি জিএম মুজিবুর

ঢাকা: রাজধানী ঢাকাবাসীর রাত কেটেছে অঘোষিত জরুরি অবস্থার আদলে। সম্ভাব্য এ পরস্থিতি বুঝে বুধবার (৭ ফেব্রয়ারি) অফিস শেষে অনেকটা তাড়াহুড়ো করেই ঘরে ফেরেন তারা।

ফলে রাত সাড়ে ৯টার পর থেকেই ফাঁকা হতে থাকে ঢাকার ব্যস্ততম সব সড়ক। এছাড়া ব‍ুধবার বিকেল থেকেই সড়কে গণ পরিবহন কমতে থাকায় সন্ধ্যার পর ঘরে ফিরতেও ভোগান্তিতে পড়তে হয় অফিস ফেরত মানুষদের।


 
এদিকে বুধবার রাতে গণ পরিবহন সীমিত হলেও বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর অধিকাংশ সড়ক একেবারেই ফাঁকা দেখা গেছে। অবস্থা দেখে মনে হচ্ছে রাজধানীতে যেন ঈদের ছুটি শুরু হয়েছে।
 
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘেষাণাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে সারাদেশেই ছড়িয়ে পড়েছে অজানা আতঙ্ক। দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টাপাল্টি রাজপথে থাকার ঘোষণার কারণে দেশজুড়ে এ আতঙ্ক।
 
এর আগে বিভিন্ন রাজনৈতিক সংকট মুহূর্তে যেকোন একটি দলের কর্মসূচি থাকায় কিছুটা স্বস্তি মিললেও এবারের চিত্র ভিন্ন। আর এ কারণেই বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী, বনানী, কুড়িল এলাকাগুলো একেবারেই ফাঁকা দেখা গেছে।
 
এদিকে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় রাজধানীর মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। একই সঙ্গে গতরাত থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর টহল দল ঘন ঘন টহল দেয় নগরময়। নগরজুড়ে এমন আতঙ্কে সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া রাস্তাঘাটে বের হচ্ছে না বলেও জানা গেছে।
 
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রায় শুনতে আদালতে পৌঁছানোর কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। রায়ে খালেদার সাজা হলে রাজধানীতে বড় ধরনের নাশকতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সাধারণ মানুষ। অপরদিকে পুলিশ এবং ক্ষমতাশীন দল আওয়ামী লীগ নাশকতা মোকাবেলায় রাস্তায় থাকার ঘোষণা দেওয়ায় সাধারণ মানুষ ত্রীমুখি আতঙ্কে রয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসআইজে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।