ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
কিশোরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নে শরিফুল ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুটিপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শরিফুল ওই গ্রামের তহির উদ্দিনের ছেলে।

রনচন্ডি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, বিকেলে শরিফুলের সঙ্গে স্ত্রী জেসমিন আক্তারের ঝগড়া হয়। ঝগড়ার এক ফাঁকে সবার অজান্তে বসতঘরের তীরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শরিফুল।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মফিজুল হক বাংলানিউজকে বলেন, এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।