ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ ‘বন্দুকযুদ্ধে’ নিহত হাসান আলী ও মো. কামাল

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। পুলিশ বলছে, ‘ইয়াবা কারবারী ও সন্ত্রাসীদের মধ্যে’ এই বন্দুকযুদ্ধ হয়েছে।

রোববার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ কাটাবুনিয়া ঝাউবাগান এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র পর ঘটনাস্থল থেকে ৬টি অস্ত্র ও প্রায় ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

নিহত দু’জন হলেন- হাসান আলী ও মো. কামাল।

এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের উপ-পরিদশর্ক (এসআই) রাজু আহমেদ, সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) মিঠুন চন্দ্র ভৌমিক ও কনস্টেবল ইব্রাহীম।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, নিয়মিত টহল দেওয়ার সময় ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ কাটাবুনিয়া ঝাউবাগান এলাকা দিয়ে আসার সময় গুলির শব্দ শুনতে পান পুলিশ সদস্যরা। সেদিকে যেতেই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে পুলিশের তিনজন গুলিবিদ্ধ হন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ, ৬টি অস্ত্র, ২০-৩০ রাউন্ড গুলি ও বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  

ওসি প্রদীপ দাশ আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা ইয়াবা কারবারীদের কাছ থেকে ইয়াবা ছিনিয়ে নেওয়ার জেরে এ সংঘর্ষে জড়িয়ে থাকতে পারে।
 
বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এসআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।