ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

নারায়গঞ্জে সাড়ে ১৯ হাজার ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
নারায়গঞ্জে সাড়ে ১৯ হাজার ইয়াবাসহ আটক ১ মাদক বিক্রেতা হারুন পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ১৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ হারুন (২৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা  (ডিবি) শাখার সদস্যরা। 

রোববার (২৮ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। হারুন নারায়ণগঞ্জ বন্দর উপজেলার শুচিয়ারবন এলাকার মৃত মনির হোসেনের ছেলে।

ডিবির পরিদর্শক আবুল কালাম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডের ইসলামিয়া মার্কেটের সামনে অভিযান চালিয়ে হারুনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।  এ ঘটনার সঙ্গে জড়িত মৃত আমান উল্লাহর ছেলে জনি ওরফে ব্ল্যাক জনি (৩৫) পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পরিদর্শক কালাম।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।