ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে আটক ২ ভুয়া চিকিৎসকের দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
বরিশালে আটক ২ ভুয়া চিকিৎসকের দণ্ড আটক ২ ভুয়া চিকিৎসক, ছবি: সংগৃহীত

বরিশাল: বরিশালে আটক দুই ভুয়া চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে তাদের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) বিকেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -৮ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এর আগে দুপুরে নগরের রুপাতলী বাজার এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৮ বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ দল।

র‌্যাব জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক হাছান আলীর নেতৃত্বে রুপাতলী বাজারে অভিযান চালানো হয়। এসময় বাজারের জান্নাত মা ও শিশু প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র থেকে মিজানুর রহমান (৩৫) ও কেএম শহিদুল ইসলাম (৩২) নামে দুই ভুয়া চিকিৎসককে আটক করা হয়।

আটক মিজানুর ঝালকাঠি সদর থানার পারুল গ্রামের ইউসুফ আলীর ছেলে। আর শহিদুল বরিশাল সদরের জাগুয়া এলাকার আব্দুস সালাম খানের ছেলে।

বিকেলে তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।