ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চেয়ারম্যানের ওপর হামলা: ময়মনসিংহ-হালুয়াঘাট সড়ক অবরোধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
চেয়ারম্যানের ওপর হামলা: ময়মনসিংহ-হালুয়াঘাট সড়ক অবরোধ ময়মনসিংহ-হালুয়াঘাট সড়ক অবরোধ-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় ৩ নম্বর কাকনী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান রিপনের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ লোকজন। 

সোমবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে ওই সড়কের গোয়াতলা শশাবাজার এলাকায় অবস্থান নিয়ে প্রথমে মানববন্ধন করে তারা। বিক্ষুব্ধ লোকজন টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

প্রায় দুই ঘণ্টা পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আবুল খায়ের বাংলানিউজকে জানান, তারাকান্দা উপজেলা পরিষদ থেকে রোববার (৪ নভেম্বর) ফেরার পথে স্থানীয় বটতলা এলাকায় ক্ষমতাসীন দলের এক অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ওই ইউপি চেয়ারম্যানের ওপর হামলা চালান। এ ঘটনার প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের লোকজন সড়ক অবরোধ করে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮ 
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।