ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাজিতপুরে ছয় কোটি টাকায় নির্মিত ব্রিজ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
বাজিতপুরে ছয় কোটি টাকায় নির্মিত ব্রিজ উদ্বোধন বাজিতপুরে ব্রিজ উদ্বোধন করেন সংসদ সদস্য মো. আফজাল হোসেন। ছবি-বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুরে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৫ নভেম্বর) সকালে উপজেলার বটতলা থেকে উজানচর মোড় সড়কের বাঁশমহল এলাকায় নির্মিত ব্রিজটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন।
 
এসময় উপস্থিত ছিলেন-বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছারওয়ার আলম, বাজিতপুর চেম্বার অব কমার্সের সভাপতি ছানোয়ার আলী শাহ সেলিম, পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহিম রিপনসহ অনেকে।

 

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।