ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ডিবি পরিচয়ে আটকের পর কলেজছাত্র নিখোঁজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
রাজশাহীতে ডিবি পরিচয়ে আটকের পর কলেজছাত্র নিখোঁজ শরিফুল ইসলাম বিপ্লব

রাজশাহী: রাজশাহীতে তিনদিন থেকে শরিফুল ইসলাম বিপ্লব নামের এক কলেজছাত্র নিখোঁজ রয়েছেন। গত ২ নভেম্বর সন্ধ্যায় মহানগরীর হোসেনীগঞ্জ এলাকা থেকে ৬/৭ জন দুর্বৃত্ত ডিবি পরিচয় দিয়ে তাকে একটি মাইক্রোবাসে জোর করে তুলে নিয়ে যায়। এরপর থেকেই বিপ্লব নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। 

এ ঘটনায় ৪ নভেম্বর বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।  

নিখোঁজ শরিফুল নাটোরের নলডাঙ্গা উপজেলার বাড়িয়াহাটি গ্রামের ডা. সাহাদত হোসেনের ছেলে।

তিনি রাজশাহী আইন মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। তিনি হোসনীগঞ্জের রাহী ছাত্রাবাসে থেকে পড়ালেখা করতেন।  

বিপ্লবের বোন শাপলা সাংবাদিকদের জানান, তার ভাই ছাত্রাবাস থেকে বের হয়ে পাশের রাস্তায় বসেছিল। এ সময় ৬/৭ জন দুর্বৃত্ত নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিপ্লবকে জোর করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব দফতরে খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে তারা এ ঘটনায় থানায় জিডি করেছেন।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, আইন কলেজের এক ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তার থানায় জিডি করা হয়েছে।

বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলেও জানান বোয়ালিয়া থানার এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।