ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে লরি-সিএনজি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
সিলেটে লরি-সিএনজি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

সিলেট: সিলেটে তেলবাহী ট্যাংকলরির সংঘর্ষে সিএনজি অটোরিকশারোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই দম্পতির দুই সন্তান ও অটোরিকশাচালক।
 

সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট-এয়ারপোর্ট সড়কের লাক্কাতুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরের কাষ্টঘর এলাকার বাসিন্দা ফয়সল আহমদ চৌধুরী ও তার স্ত্রী ইউসা চৌধুরী।

আহতরা হলো- শাহনাজ (৮), মেহরাজ (৫) ও অটোরিকশাচালক শেখর।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সিলেট শহরের দিকে আসা সিএনজিচালিত অটোরিকশাটি লাক্কাতুড়া এলাকায় এলে বিপরীতগামী পদ্মা তেল বহনকারী ট্যাংকলরির ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ওই দম্পতি মারা যান। এ সময় আহত হন তাদের দুই সন্তান ও অটোরিকশাচালক।
 
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন বাংলানিউজকে জানান, আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।