ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ৩ লাখ টাকার ওষুধ জব্দ, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
নেত্রকোনায় ৩ লাখ টাকার ওষুধ জব্দ, জরিমানা জব্দকৃত ভেজাল ওষুধ। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: নেত্রকোনা শহরের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দসহ দুই ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ ওষুধের বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা।

সোমবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে পৌর শহরের বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ড্রাগ সুপার এস এম সুলতান আরিফিন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহকারী চন্দন সরকার ও জেলা পুলিশ সদস্যরা।

বাংলানিউজকে জাহিদ বিন কাশেম জানান, অভিযানে শহরের মেছুঁয়া বাজার এলাকার সুভদ্রা, চিত্রালী ও পৃথক ফার্মেসি থেকে তিন লাখ টাকার ভেজাল ওষুধ জব্দ করা হয়। পরে ফার্মেসিগুলোর মধ্যে সুভদ্রাকে ৪০ হাজার ও চিত্রালীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।