ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গ্যাস লাইন লিকেজ থেকে আগুন, দগ্ধ ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
রাজধানীতে গ্যাস লাইন লিকেজ থেকে আগুন, দগ্ধ ২

ঢাকা: রাজধানীর রায়েরবাগে গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। 

মঙ্গলবার (০৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।  দগ্ধরা হলেন- টাইলস মিস্ত্রি মো. রিয়াজ (২৫) ও মো. সোহেল (২২)।

 

দগ্ধ রিয়াজের বাড়ি বরিশালে তার বাবার নাম লুৎফর রহমান ও সোহেলের বাড়ি নোয়াখালী তার বাবার নাম মোবারক হোসেন।

দগ্ধদের সহকর্মী মো. সাহিন জানান, রাজধানীর রায়েরবাগ ইউনুস টাওয়ারের সাত তলায় টাইলসের কাজ করছিল দুই শ্রমিক। এ সময় গ্যাস লাইন চেক করার সময় আগুনে দগ্ধ হন রিয়াজ ও সোহেল। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।  

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, দগ্ধ রিয়াজের ৩৮ শতাংশ ও সোহেলের ২২ শতাংশ বার্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।