ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে মাদকসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
মাধবপুরে মাদকসহ আটক ১

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ইয়াবা ও গাঁজাসহ শফিকুল ইসলাম (৩০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুর নোয়াহাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। শফিকুল মাধবপুরের মোহনপুর মোড়াবাড়ি গ্রামের হাশু মিয়ার ছেলে।



কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার সাইদ আহমদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে শফিকুলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজা এবং নগদ ১৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবারই তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।