ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
গৌরীপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার ভাংনামারি ইউনিয়নের কাশিয়ারচর এলাকা থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।  

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে জানান, ওই এলাকায় বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থ ও ভবঘুরে টাইপের ওই ব্যক্তি ঘুরাফেরা করছিলো।

স্থানীয়রা বলছেন, তার আবার মৃগি রোগও ছিলো।  

সকালে স্থানীয়রা তার মরদেহ কাশিয়ারচর এলাকায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  

তিনি আরও জানান, মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর কারণ জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।