ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ২৫ টন পলিথিন ব্যাগ জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
গাজীপুরে ২৫ টন পলিথিন ব্যাগ জব্দ পলিথিন শপিং ব্যাগ জব্দ, ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরে অভিযান চালিয়ে প্রায় ২৫ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানের দেন নেতৃত্ব পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

এ সময় ওইসব এলাকায় ছয়টি গুদাম থেকে প্রায় ২৫ টন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ওইসব পলিথিন ও গুদাম মালিক গুদাম তালাবদ্ধ করে পালিয়ে যায়। পলিথিন শপিং ব্যাগ জব্দ, ছবি: বাংলানিউজঅভিযানে উপস্থিত ছিলেন- গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, পরিদর্শক মির্জা আসাদুল কিবরিয়া ও শেখ মোজাহীদ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার বাংলানিউজকে জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত ভোগড়া ও চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদফতরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।