ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
শ্রীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসের ধাক্কায় শিহাব (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৬ নভেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শিহাব শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকার সাইফুল ইসলামের ছেলে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হুসাইন বাংলানিউজকে জানান, মাওনা এলাকায় ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে উল্টো পথে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন শিহাব। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

পরে ঘটনাস্থল থেকে পু‌লিশ মরদেহ উদ্ধার করেছে বলেও জানান ওসি দেলোয়ার।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮ 
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।