ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা পশ্চিম রাম চন্দ্রপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মাসুদ (৩০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (০৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ বাগজানা ইউনিয়নের শেকটা গ্রামের চান মিয়ার ছেলে।

 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, বিকেলে মাসুদ তার ব্যাটারি চালিত অটো ভ্যান নিয়ে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের দিকে যাচ্ছিলেন। পথে রাম চন্দ্রপুর চাতালের কাছে এসে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভ্যানটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা মাসুদকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।