ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীর আপত্তিকর ভিডিও, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীর আপত্তিকর ভিডিও, আটক ১ আটক সোহেল কাজী। ছবি: সংগৃহীত

ঢাকা: চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে অফিসে ডেকে নিয়ে জোরপূর্বক ভিডিও ও ছবি তুলে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোহেল কাজী ওরফে দোয়েল কাজী (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের সদস্যরা।

এসময় আটক সোহেলের কাছ থেকে মোবাইল, ফেসবুক আইডি ও গ্রুপসমূহসহ ল্যাপটপ জব্দ করা হয়।

ডিএমপির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বাংলানিউজকে জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে এক তরুণীকে চাকরি দেওয়ার কথা বলে এক অফিসে নিয়ে যায় সোহেল। এরপর জোর করে সে মোবাইলে ওই তরুণীর নোংরা ছবি ও ভিডিও ধারণ করে। এসব ছবি ও ভিডিও দিয়ে ওই তরুণীকে ব্ল্যাকমেইল করতে থাকে সোহেল। পরবর্তীতে তরুণীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে সেসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেয় ওই যুবক।

আটক সোহেল কাজীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এডিসি নাজমুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।