ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পদত্যাগপত্র পাঠালেন নুরুল ইসলাম-ইয়াফেস ওসমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
পদত্যাগপত্র পাঠালেন নুরুল ইসলাম-ইয়াফেস ওসমান নুরুল ইসলাম বিএসসি ও ইয়াফেস ওসমান/ফাইল ফটো

ঢাকা: নির্দেশের পর প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।

মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার টেকনোক্র্যাট সদস্যদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

এরপর সন্ধ্যায় পদত্যাগপত্র পাঠান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মংস্থানমন্ত্রী।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী নিয়াজ মোর্শেদ নীরু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান দুপুরে মন্ত্রিসভার মিটিংয়ের পরপরই পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বাংলানিউজকে নিজেই নিশ্চিত করেছেন।

টেকনোক্র্যাট কোটার অন্য দুই সদস্য ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারও পদত্যাগপত্র জমা দিয়েছেন শোনা গেলেও কেউ নিশ্চিত করেনি।

****মন্ত্রিসভার টেকনোক্র্যাট সদস্যদের পদত্যাগের নির্দেশ 
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
টিসি/এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।