ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় হেরোইনসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
নেত্রকোনায় হেরোইনসহ গ্রেফতার ২ হেরোইনসহ গ্রেফতার দুই মাদকবিক্রেতা

নেত্রকোনা: নেত্রকোনা শহরে ২৯১ গ্রাম হেরোইনসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ নভেম্বর) বিকেলে পৌর শহরের পুকুরিয়া এলাকার মাঈজপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শহরের নাগড়া এলাকার বাসিন্দা মৃত নিরঞ্জন বিশ্বাসের ছেলে রনি রাজ বিশ্বাস ও উকিলপাড়া এলাকার মৃত নুরুল আমিন তালুকদারের ছেলে বাপ্পী ওরফে বড়দা।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে বলেন, গ্রেফতার ওই মাদকবিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আরও একটি মাদকদ্রব্য মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।