ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

তাদের মধ্যে গোলাম মোস্তফা কামাল হোসেন (৪০) নামে একজনের পরিচয় নিশ্চিত করা গেলেও অপরজনের পরিচয় জানা যায়নি।

বুধবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর রামপুরা ও গুলশান থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে জানান, মঙ্গলবার (০৬ নভেম্বর) দিনগত মধ্যরাতে পূর্ব রামপুরা হাইস্কুল গলির একটি বাসা থেকে দরজা ভেঙে কামাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।  

কামাল হোসেনের স্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, কামাল হোসেনকে বাসায় রেখে তারা খিলগাঁওয়ে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। দু’দিন পর তারা বাসায় ফিরে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ, দুর্গন্ধ বের হচ্ছে।

পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কামাল হোসেনের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়না-তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কামাল মাদকাসক্ত ছিল বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এদিকে, গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, মঙ্গলবার দিনগত রাতে রাজধানীর ওয়েস্টিন হোটেলের বিপরী পাশে ডা. ইকবালের নির্মাণাধীন বাড়ি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতর নাম-ঠিকানা এখনো পুলিশ জানতে পারেনি। তবে নিহত ব্যক্তি ওই ভবনের নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। ধারণা করা হচ্ছে, কাজ করার সময় ভবনের উপড় থেকে পরে তার মৃত্যু হতে পারে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।