ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ি জেলার ৩৫ বছর পূর্তিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
খাগড়াছড়ি জেলার ৩৫ বছর পূর্তিতে বর্ণাঢ্য শোভাযাত্রা কেবিডিএ’র শোভাযাত্রা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার ৩৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে খাগড়াছড়ি ব্লাড ডোনারস্ অ্যাসোসিয়েশন (কেবিডিএ)।

বুধবার (৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।

 

পরে সেখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. শাহ আলম।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরাসহ কেবিডিএ’র উপদেষ্টা ধীমান খীসা, দুলাল হোসেন, নজরুল ইসলাম বাবলু, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশসহ সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা।
 
১৯৮৩ সালের ৭ নভেম্বর রামগড় মহাকুমাকে খাগড়াছড়ি জেলায় রূপান্তরিত করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
এডি/এপি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।