ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

লোকালয়ে হনুমান, উৎসুক মানুষের ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
লোকালয়ে হনুমান, উৎসুক মানুষের ভিড় মগডালে বসে আছে হনুমান। ছবি: বাংলানিউজ

বগুড়া: ববগুড়ার মাঝিহট্ট ইউনিয়নে লোকালয়ে দেখা দিয়েছে একটি হনুমান। হনুমানটি দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।

বুধবার (০৭ নভেম্বর) সকালে ইউনিয়নের নলডুবি গ্রামে হঠাৎ করেই চলে আসা হনুমানটি।

স্থানীয় জানায়, হঠাৎ করেই লোকালয়ে চলে এসেছে হনুমানটি।

কোথায় থেকে কীভাবে এসেছে- তা কেউ বলতে পারছেন না। কখনো গাছের মগডালে, কখনো বাঁশের উপর আবার কখনো বা অন্য গাছের ডালপালায় অবস্থান করছে হনুমানটি। হনুমানটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছে। এতে হনুমানটি অস্থিরতা বোধ করছে।

খবর পেয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের সংগঠন ‘তীর’র সভাপতি আরাফাত রহমানসহ অত্র সংগঠনের কয়েকজন সদস্য চলে যান নলডুবি গ্রামে। এরপর তারা উৎসুক মানুষকে হনুমানটিকে বিরক্ত না করার জন্য অনুরোধ করেন।  

আরাফাত রহমান আরও জানান, সকাল ৯ টার দিকে হনুমানটি গাছে উঠে অবস্থান নেয়। বিকেল নাগাদ সেখানেই অবস্থান করছে। হনুমান ঘিরে উৎসুক মানুষের ভিড় করছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।