ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শহীদ কামরুজ্জামানের নামে মিলনায়তনের নামকরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৮
শহীদ কামরুজ্জামানের নামে মিলনায়তনের নামকরণ এটি এখন থেকে ‘শহীদ এএইচএম কামরুজ্জামান মিলনায়তন’, ছবি: সংগৃহীত

রাজশাহী: জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামানের নামে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনের নামকরণ করা হয়েছে। এখন থেকে এর নাম ‘শহীদ এএইচএম কামরুজ্জামান মিলনায়তন’।

বুধবার (০৭ নভেম্বর) সকালে জেলা পরিষদের মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় সর্বসম্মতিক্রমে মিলনায়তনটির এই নামকরণ করা হয়।

রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে তিনি মিলনায়তনটির নতুন এ নামকরণের প্রস্তাব তুললে, সকল সদস্য ও নারী সদস্যরা এ ব্যাপারে একমত পোষণ করেন।

সভায় সিদ্ধান্ত হয়, খুব শিগগিরই রাজশাহী সিটি করপোরেশনের কাছ থেকে মিলনায়তনটি বুঝে নেবে জেলা পরিষদ। মহানগরীর মনিবাজারে অবস্থিত এই মিলনায়তনটির এখন আধুনিকায়নের কাজ করছে সিটি করপোরেশন।

সভায় জেলা পরিষদের নতুন ভবন নির্মাণের বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এতে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব, প্যানেল চেয়ারম্যান-২ রবিউল আলম, প্যানেল চেয়ারম্যান-৩ নারগিস বিবি, সদস্য আবদুস সালাম, মোফাজ্জল হোসেন, গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান মাসুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এসএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।