ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শেবাচিম হাসপাতালে ৮ দালালের জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
শেবাচিম হাসপাতালে ৮ দালালের জরিমানা

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আটক হওয়া নারীসহ আট দালালকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৭ নভেম্বর) বিকেলে র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- তাবিয়া ইসলাম (২৫), মোসা. সাবিনা (৩০), মো. খোকন হোসেন (৪৫), মো. ফয়সাল হোসেন (২০), মো. আল আমিন (২০), মো. আরিফ হোসেন (২৫), জনি দাস (২৮) ও মো. রাজিব হোসেন (২০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ও র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক মো. হাছান আলীর নেতৃত্বে শেবাচিম হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানকালে নারীসহ আটজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণে আদালতের মাধ্যমে ২০০ টাকা করে মোট ১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

বাংলা‌দেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, ন‌ভেম্বর ০৭, ২০১৮
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।