ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে ৭ পুলিশসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
শাহজাদপুরে ৭ পুলিশসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে সাত পুলিশ সদস্যসহ ৫০ জনের নামে চাঁদাবাজি ও নারীর শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (৭ নভেম্বর) বিকেলে শাহজাদপুর উপজেলার শেলাচাপরী গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে অ্যাডভোকেট হাবিবুর রহমান বাদী হয়ে শাহজাদপুর আমলি আদালতে এ মামলা দায়ের করেন।  

আসামিদের মধ্যে রয়েছেন- উপজেলার রূপবাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হোসেন, শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলজার হোসেন, এসআই সাচ্চু বিশ্বাস, এসআই সামিউল ইসলাম, এসআই মতিউর রহমান, এসআই আমজাদ হোসেন, কনস্টেবল ময়নুল হক ও কনস্টেবল মো. সুমন সরদার।

আদালতের বেঞ্চ সহকারী শহিদুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, 
বিচারক শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসিব সরকার এ মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার আদেশ দিয়েছেন।

মামলার বাদী অ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন, আসামিদের সঙ্গে আমার পরিবারের জমিজমা নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। এ নিয়ে আগের মামলাও রয়েছে। এর জের ধরে গত ২ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে ওই সাত পুলিশ সদস্যকে নিয়ে আসামিরা আমার ভাই মিজানুর রহমানের বাড়িতে গিয়ে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তারা বিবদমান জমির দাবি ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন এবং মামলাও তুলে নিতে বলেন।  আমার ভাই মিজানুর রহমান এতে রাজি না হলে এসআই গোলজার হোসেন তাকে মারধর করেন। এ সময় মিজানুর রহমানের স্ত্রী আরজিনা খাতুন (৩০) ঠেকাতে এলে তার শ্লীলতাহানি করেন এসআই সামিউল ইসলাম।  

এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া বলেন, হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের মামলা থেকে রক্ষা পাওয়ার কৌশল হিসেবে অ্যাডভোকেট হাবিবুর রহমান একটি কোর্ট পিটিশন করেছেন। তদন্তে আসল সত্য উন্মোচন হবে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, নভেম্বর ৭,  ২০১৮
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।