ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাছের আড়ালে ইয়াবা পাচার, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
মাছের আড়ালে ইয়াবা পাচার, আটক ২ আটক দুই ব্যবসায়ী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মাছের আড়ালে ইয়াবা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দিন চৌধুরী।

এদিন ভোরে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে মাছ বোঝাই পিকআপসহ মো. সালাউদ্দিন (২২) ও মো. সাহাব উদ্দিনকে (৪৮) নামে দুই ব্যবসায়ীকে আটক করা হয়।

 

এ সময় সামুদ্রিক মাছ বোঝাই পিকআপটিতে থাকা মাছের ঝুড়িতে তল্লাশি করে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।

আটক মাদক ব্যবসায়ী মো. সালাউদ্দিনের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার শামলাপুর গ্রামে। তিনি মাছ ব্যবসার আড়ালে টেকনাফ থেকে ঢাকায় ইয়াবা পরিবহনের সঙ্গে জড়িত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালাউদ্দিন দীর্ঘ ৮ বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তিনি ঢাকাসহ আশপাশের জেলা নারায়ণগঞ্জ, গাজীপুরেও ইয়াবা সরবরাহ করে থাকেন। মূলত মৎস্য ব্যবসার আড়ালে তিনি ইয়াবা ব্যবসা করেন বলে জানায় র‌্যাব সূত্র।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।