ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত নিহত মাদক ব্যবসায়ী পাপ্পু হোসেন

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদকবিক্রেতা পাপ্পু হোসেন (৩০) নিহত হয়েছেন।

বুধবার (৭ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার উজলপুর মাঠে এ ‘বন্দুকযুদ্ধ’  হয়।  

নিহত পাপ্পু হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের বজলুর রহমানের ছেলে।

 

পুলিশ জানায়, বুধবার রাতে উজলপুর এলাকায় পুলিশ নিয়মিত টহল দিচ্ছিলো। এমন সময় টহল পুলিশের উপর গুলি চালায় একদল মাদক ব্যবসায়ী। পুলিশও পাল্টা গুলি চালায়। বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর পর একপর্যায়ে পিছু হটতে থাকে মাদক ব্যবসায়ীরা। এ সময় অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয় পাপ্পু।
 
পরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পাপ্পুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, দুই রাউন্ড গুলি, চারটি হাতবোমা ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।  

নিহত পাপ্পুর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন থানায় মাদক ও অস্ত্রসহ ছয়টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৪৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।