ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় জাতীয় নজরুল সম্মেলন শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
কুষ্টিয়ায় জাতীয় নজরুল সম্মেলন শুরু জাতীয় নজরুল সম্মেলন। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: নানা আয়োজনের মধ্যে দিয়ে কুষ্টিয়ায় তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (০৮ নভেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া দিশা টাওয়ার অডিটোরিয়ামে এ সম্মেলনের উদ্বোধন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী।  

এর আগে, কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি দিশা টাওয়ার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

এরপর কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভা শেষে সংগীতানুষ্ঠান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা করেন স্থানীয় ও দেশ বরেণ্য শিল্পীরা। নজরুল সম্মেলন চলবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।