ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে সেবার মান বাড়ানোর উদ্যোগ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
শাহজালাল বিমানবন্দরে সেবার মান বাড়ানোর উদ্যোগ  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর/ফাইল ফটো

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এ লক্ষ্যে রোববার (১১ নভেম্বর) বেলা ১১টায় সংস্থাটির সদর দফতরের এমটি পুলে গণশুনানি অনুষ্ঠিত হবে।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ভোগান্তি বাড়ার পরিপ্রেক্ষিতে সেবার মান বাড়াতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এই গণশুনানির আয়োজন করেছে।

দেশের ব্যস্ততম এ বিমানবন্দরে প্রতিদিন প্রায় ২০০ আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করে। বছরে প্রায় ৫০ লাখ যাত্রী বিমানবন্দরটি ব্যবহার করেন।

সংস্থার জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, বিমান চলাচল কর্তৃপক্ষের এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান ছাড়াও শুনানিতে যাত্রী সাধারণ, বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।  

বাংলদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।