ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে অস্ত্র মামলায় ২ আসামির কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
সিলেটে অস্ত্র মামলায় ২ আসামির কারাদণ্ড

সিলেট: অস্ত্র মামলায় সিলেটে দুই যুবকের সাত বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৮ নভেম্বর) বিকেলে সিলেট জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোকসানা বেগম হেপি এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কানিশাইল শেখপুরের নজরুল ইসলামের ছেলে রাসেল আহমদ (২৭) ও একই এলাকার হিরা মিয়ার ছেলে রানা আহমেদ সাইফুল (৩৮)।

আদালত সূত্র জানায়, ২০১১ সালের পহেলা জুন ছোরাসহ এ দুই আসামিকে গ্রেফতার করে সিলেটের গোলাপগঞ্জ থানা পুলিশ। এরপর পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। ওই বছরই তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এরপর আদালতে মামলার চার্জ গঠন অনুষ্ঠিত হলে আদালত দীর্ঘ শুনানিকালে  ১৪ সাক্ষির মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।

আদালতের পিপি জুনেল আহমদ বলেন, দণ্ডপ্রাপ্ত উভয় আসামি জামিনে ছিলেন। বৃহস্পতিবার রায় ঘোষণার সময় তারা উভয়ে আদালতে হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।