ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে বাস ধর্মঘট প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
নাটোরে বাস ধর্মঘট প্রত্যাহার

নাটোর: নাটোরের এক বাসচালককে লাঞ্ছিত করার প্রতিবাদে ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এতে নাটোর থেকে সারাদেশের যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এক জরুরি বৈঠকে অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।  

নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাগর এতথ্য নিশ্চিত করেন।

বাংলানিউজকে তিনি জানান, নাটোরের এক বাসচালককে রাজশাহীতে লাঞ্ছিত করার প্রতিবাদে সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখে ধর্মঘট শুরু করে পরিবহন শ্রমিকরা। ফলে নাটোর থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ সারাদেশের সঙ্গে সব ধরনের বাস চলাচল বন্ধ ছিল।  

তিনি বলেন, বাসচালককে মারপিটের ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাসসহ রাজশাহীকে জানানোর পর রাত ৯টার দিকে ধর্মঘটটি প্রত্যাহার করে নেওয়া হয়। এতে নাটোর থেকে সারাদেশের যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।