ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে এসনিক সম্পাদক গুলজার আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
সিলেটে এসনিক সম্পাদক গুলজার আটক

সিলেট: এসিড সন্ত্রাস নির্মূল কমিটি (এসনিক) সিলেট জেলা সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরের জেল রোড থেকে তাকে আটক করা হয়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিয়া বাংলানিউজকে বলেন, নাশকতার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

গত সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রচার সেলের দায়িত্বে নিয়োজিত ছিলেন জুরেজ। এ বছরের ১৮ জুলাই তাকে নগরের হাওয়াপাড়া থেকে আটক করেছিল পুলিশ।

পরে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হলে পরবর্তীতে জামিনে বেরিয়ে আসেন তিনি। বৃহস্পতিবার ফের তাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।