ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে গাড়িচাপায় অটোচালকসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
কালিহাতীতে গাড়িচাপায় অটোচালকসহ নিহত ৩ দুর্ঘটনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা। ছবি: বাংলানিউ

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি গাড়ির চাপায় সিএনজিচালিত এক অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। 

শুক্রবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ছয়টায় উপজেলার হাতিয়া ১১ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে।

তারা হলেন অটোরিকশার চালক সবুর মিয়া (৪০) ও যাত্রী বাবলু মন্ডল (৪২)। সবুর ভূয়াপুর উপজেলার সারপলশিয়া গ্রামের আক্তার আলীর ছেলে এবং বাবলু কালিহাতী উপজেলার সরাতৈল গ্রামের আকবার মন্ডলের ছেলে। বাকি একজনের নাম-পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বাংলানিউজকে জানায়, কালিহাতি উপজেলার এলেঙ্গার সিএনজি স্টেশন থেকে অটোরিকশাটি বঙ্গবন্ধু সেতুর দিকে যাওয়ার পথে হাতিয়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক সবুর নিহত হন।

এ সময় অটোরিকশার আহত দুই যাত্রীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বাবলুসহ দুই জনের মৃত্যু হয় বলেও জানান ওসি মোশারফ।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।