ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
যশোরে বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যু

যশোর: যশোরের মণিরামপুরে বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৮ নভেম্বর) দিনগত রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার খড়িঞ্চা খেদাপাড়ার কল্পতরু সরকারের ছেলে পলাশ সরকার (৩৫) ও একই উপজেলার নলঘোনা এলাকার জীবন মণ্ডলের ছেলে পবিত্র মণ্ডল (২৮)।

মৃত যুবকদের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাতে তারা অতিরিক্ত মদপান করেন।

রাতেই তাদের অবস্থা গুরুতর হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, মণিরামপুরে বিভিন্ন চেতনাশক ও স্পিরিট মিশিয়ে একটি চক্র মদ তৈরি করে। কোন ধরনের পরীক্ষা ছাড়াই ওগুলো চড়া মূল্যে বিক্রি করে চক্রটি। নিম্নমানের এসব বিষাক্ত মদপান করে এর আগেও একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মাজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করায় ওই ‍দুই যুবকের মৃত্যু হয়েছে। তবে এগুলোতে ‘পয়জন’ ছিলো কিনা তা ময়না তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, মদপানে দুইজনের মৃত্যুর খবর লোকমুখে শুনেছি, এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
ইউজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।