ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাশরাফির জন্য দোয়া 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
মাশরাফির জন্য দোয়া  মাশরাফির জন্য মসজিদে দোয়া করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

নড়াইল: জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ নভেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মসজিদে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা মো. রাসেল বিল্লার উদ্যোগে মাশরাফি ও তার পরিবারের সদস্যদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় এ দোয়ার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা অ্যাডভোকেট কাজী বশিরুল হক, অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, নড়াইল সরকারি বালক ও বালিকা বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।