ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
মাধবপুরে প্রবাসীর স্ত্রী’র রহস্যজনক মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে লাকী আক্তার (২৭) নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত লাকীর বাবার দাবি শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেছে। 

শুক্রবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে। লাকী আক্তর ওই গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী এবং একই গ্রামের ফয়েজ মিয়ার মেয়ে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
 
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বাংলানিউজকে জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্বামীর বাড়ির লোকজন জানান, লাকী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু মরদেহটি তখন ঝুলন্ত ছিল না।
 
তিনি আরো জানান, মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে।
 
 
এদিকে লাকীর বাবা ফয়েজ মিয়া জানান, একই গ্রামের ফজলু মিয়ার ছেলে ফরিদ মিয়ার সঙ্গে তার মেয়ের বিয়ে দেন। বিয়ের পর থেকেই স্বামীর পরিবারের লোকজন লাকীকে নানাভাবে হয়রানি করতো। শুক্রবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। ফয়েজ মিয়ার দাবি স্বামীর বাড়ির লোকজন তার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাইছে।
 
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।