ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

‘ময়নামতি ওয়ার সিমেট্টি’তে ১০ দেশের রাষ্ট্রদূতের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
‘ময়নামতি ওয়ার সিমেট্টি’তে ১০ দেশের রাষ্ট্রদূতের শ্রদ্ধা ওয়ার সিমেট্টিতে বিভিন্ন দেশের রাষ্টদূতদের শ্রদ্ধা

কুমিল্লা: দ্বিতীয় বিশ্বযুদ্ধে কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের নিহত সৈনিকদের সমাধি কুমিল্লার ‘ময়নামতি ওয়ার সিমেট্টি’তে শ্রদ্ধা জানালেন ১০ দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা।

শুক্রবার (০৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত ইংল্যান্ডের ভারপ্রাপ্ত হাইকমিশনার কানভের নেতৃত্বে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

শুরুতেই বিভিন্ন দেশের হাইকমিশনার ও প্রতিনিধিরা ময়নামতির যুদ্ধ সমাধির পশ্চিম পাশে অবস্থিত হলিক্রস পাদদেশে ফুলেল শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে নিহত সৈনিকদের স্মরণ করেন।

এ সময় ময়নামতি সেনানিবাসের একদল চৌকস সৈনিকের বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে প্রার্থনা করেন ফাদার আলবারু।

এ সময় উপস্থিত ছিলেন জার্মানের রাষ্ট্রদূত পিটার তাহরু হলতি, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি এনিক বাউরদিন, জাপানের রাষ্ট্রদূত হিরুইয়াসু ইজুমি, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জুলিয়া নিবলেট, কানাডার রাষ্ট্রদূত বেনয়িট প্রিফনটেইন, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ক্রিশান্তি ডি সিলভা, আমেরিকান দূতাবাসের প্রতিনিধি জুয়েল রিফম্যান, ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ব্রিগেডিয়ার জে এস চিমা প্রমুখ।

বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সেনানিবাসের জিওসি ও ৩৩ পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল তাবরেজ আহমেদ শামস চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আবুল ফজল মীর ও জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধা জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম-বিপিএম (বার) পিপিএম।

এছাড়াও বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তানভীর সালেহীন ইমনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৮ জন সৈনিককে ময়নামতির এ যুদ্ধ সমাধিতে সমাহিত করা হয়। অবশ্য এখান থেকে একজন সৈনিকের মরদেহ পরবর্তীতে ১৯৫৮ সালে তার পরিবারের সদস্যরা আমেরিকা নিয়ে যান। কমনওয়েলথ দিবস উপলক্ষে প্রতিবছর ৯ নভেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের সমাধি ক্ষেত্র ‘ময়নামতি ওয়ার সিমেট্টি’তে শ্রদ্ধা জানাতে আসেন কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।