ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পূরণ হলো ঠাকুরগাঁওবাসীর স্বপ্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
পূরণ হলো ঠাকুরগাঁওবাসীর স্বপ্ন ট্রেন চলাচলের উদ্বোধন করছেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। ছবি: বাংলানিউজ

ঠাকুরগাঁও: দীর্ঘ অপেক্ষার পর স্বপ্ন পূরণ হয়েছে ঠাকুরগাঁওবাসীর। শনিবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও রেল স্টেশনে ঠাকুরগাঁও- পঞ্চগড়-ঢাকাগামী ট্রেন চলাচলের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি ট্রেন চলাচলের উদ্বোধন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মো. মনসুর আলী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহ মো. এপোলোসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানা যায়, ৯৮২ কোটি টাকা ব্যয়ে রেল মন্ত্রণালয়ের আওতায় পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় পর্যন্ত ১৫০ কিলোমিটারের এ রেললাইনের নির্মাণকাজ শুরু হয় ২০১০ সালে। ওই বছরের ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেললাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে কাজের সুচনা করেন। রেললাইনের কাজ শেষ হয় ২০১৬ সালে।  

এ বছরের ২৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ের এক জনসভায় ট্রেন চলাচল উদ্বোধনের ঘোষণা দেন।  

এ ট্রেন চালুর মাধ্যমে ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় ঠাকুরগাঁওবাসী সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপিকে ধন্যবাদ জানান।

ঠাকুরগাঁওয়ের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ঠাকুরগাঁও-ঢাকা সরাসরি ট্রেন চলাচল। একটু দেরিতে হলেও তাদের এই প্রাণের দাবি পূরণ হওয়ায় তাদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে ট্রেন চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে হাজার হাজার সাধারণ মানুষের উপস্থিতির মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।