ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ত্রিশালে ট্রাকচাপায় কৃষক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
ত্রিশালে ট্রাকচাপায় কৃষক নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকচাপায় রফিজ উদ্দিন সরকার (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের আয়না ক্ষেত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রফিজ ওই এলাকার আব্দুল আজিজের ছেলে।

 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলানিউজকে জানান, সকালে উপজেলার বৈলর থেকে কালিবাজার যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই কৃষককে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।