ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাবাকে খুনের দায়ে ছেলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
বাবাকে খুনের দায়ে ছেলে গ্রেফতার গ্রেফতার দুই ছেলে মামুন ও মাসুম

নরসিংদী: নরসিংদীতে ছেলের শাবলের আঘাতে বাবা ফজলুল করিমের (৫৫) মৃত্যুর ঘটনায় ছেলে মামুন মিয়াকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। স্বামী হত্যার ঘটনায় নিহতের স্ত্রী স্বপ্না অক্তার বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

শনিবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরের চৌয়ালা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার (৯ নভেম্বর) সকালে মামুনের বড় ভাই মাসুমকে গ্রেফতার করে পুলিশ।



** নরসিংদীতে ছেলের হাতে বাবা খুন

পুলিশ জানায়, শুক্রবার সকালে মামুনের বাবা ফজলুল করিম তার মেয়ের জামাইকে আনতে বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেন। বাড়ি থেকে বের হয়ে তিনি অটোতে উঠতে গেলে ছেলে মামুন তার বাবাকে পেছন দিক থেকে শাবল দিয়ে ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। সেই সময় থেকে মামুন পলাতক ছিলো। পরদিন দুপুরে নরসিংদী থানা পুলিশ মামুনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বাংলানিউজকে বলেন, মামলার প্রধান আসামি মামুনকে চৌয়ালা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।